বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তুরস্কের ভিসা সংগ্রহ করতে যাওয়ার পথে তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও বায়েজিদ বোস্তামি থানার পাশে বার্মা কলোনি থেকে চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর আকবর শাহ থানাধীন মীর সিএনসি স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিন রোহিঙ্গা হলেন, মো. ইউসুফ, মো. মুসা এবং মো. আজিজ।
আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতার হওয়া রোহিঙ্গারা নোয়াখালী সেনবাগ উপজেলার একটি ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে। পরে নোয়াখালী জেলা পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে। এ পাসপোর্ট দিয়ে তারা তুরস্কের ভিসা সংগ্রহ করতে ঢাকায় যাচ্ছিল। পথে তাদের গ্রেফতার করা হয়।
ওসি বলেন, গ্রেফতার হওয়া তিন জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে বায়েজিদ বোস্তামি থানার পাশে বার্মা কলোনি থেকে চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। একজনের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
বায়েজীদ থানার ওসি আতাউর রহমান বলেন, ‘আটককৃতদের মধ্যে তিন জনকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। যার কাছে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন