১৬ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৬

শহীদদের প্রতি শ্রদ্ধায় চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

শহীদদের প্রতি শ্রদ্ধায় চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক

শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানালেন চট্টগ্রামের রাজনীতিবিদ, প্রশাসনসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ। প্রতি বছরের মতো এবারও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হয়েছে। ব্যাপক নিরাপত্তাসহ প্রস্তুত রাখা হয়েছিল চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের একটি চৌকস দলও। 

আজ সোমবার সকাল ৬টা ২৮ মিনিটে প্রথমে শহীদ মিনারে ফুল দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এরপর ফুল দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, ডিআইজি চট্টগ্রাম খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনাসহ সর্বস্তরের রাজনীতিবিদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনসহ অনেকেই। এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

সকাল থেকেই সর্বস্তরের মানুষে লোকারণ্য হয়ে যায় শহীদ মিনার এলাকা। ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বিজয়ের এ দিনে মুজিব তোমায় মনে পড়ে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায় ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় শহীদ মিনার এলাকা।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর জোন) মো. আরেফিন জুয়েল বলেন, এবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোয়াড, সিটি এসবি, ডিবি, ইউনিফর্ম পুলিশ মিলে ২৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আজ ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন। এ স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ৩০ লাখ বাঙালি প্রাণ দিয়েছেন। ২ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।

এমএ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ : 
মহান বিজয় দিবস উপলক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকালে জাতীয় ধ্বনি, দেশের গান, জাতীয় সংগীত পরিবেশন, সশস্ত্র সালাম, পায়রা ওড়ানো, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের থিমে মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন হাজারো মানুষ। এ উপলক্ষে লাল সবুজে সাজানো হয় পুরো স্টেডিয়াম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশ সুপার নুরে আলম মিনা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। শেষে পুরস্কার বিতরণও করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ:
শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সংসদ সদস্য আফসারুল আমিন, নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলীসহ দলের নেতৃবৃন্দরা।

নওফেলের নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিজয় র‌্যালি:
শিক্ষা উপমন্ত্রী ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে বের হয়েছে বিজয় র‌্যালি। সোমবার সকাল সাড়ে ১০টায় এই র‌্যালির উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। জাতীয় পতাকা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতা ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছবি ছিল র‌্যালির অগ্রভাগে। সুসজ্জিত বাদক দল, শিল্প পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালিতে অংশ নেয়। অংশ নেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুসসহ অনেকেই। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ র‌্যালি।

চট্টগ্রাম প্রেস ক্লাব:
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় ক্লাবের বঙ্গবন্ধু হলে বিজয়ের গান শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর