১৯ ফেব্রুয়ারি, ২০২০ ২০:২৪

দুর্নীতি মামলায় সাবেক সিভিল সার্জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি মামলায় সাবেক সিভিল সার্জন কারাগারে

ডা. সরফরাজ খান

সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার  দুর্নীতি মামলার শুনানি শেষ এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি টাকা আত্মসাত মামলায় সাবেক সিভিল সার্জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় ৬ সপ্তাহের জামিনে ছিলেন তিনি। ওই জামিনের মেয়াদ শেষে ফের জামিন আবেদন করেন। তবে বুধবার আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, বুধবার বিকেলে আদালত থেকে সাবেক সিভিল সার্জনকে কারাগারে আনা হয়েছে। তার বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে ২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। এ মামলায় ডা. সরফরাজসহ আসামি করা হয় ডা. আবদুর রব, ডা. মঈন উদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদকে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর