চারটি বিষয়কে সামনে রেখে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন দুই দিনের সরকারি সফরে চট্টগ্রামে আসছেন আজ শনিবার। এই সফরকে কেন্দ্র করে রেলওয়ের দায়িত্বশীলরা নড়েচড়ে উঠেছে। কাজকর্মে এসেছে আরো গতিশীলতাও। ইতিমধ্যে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলওয়ের চলমান প্রকল্পগুলো আরো এগিয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনাও দেয়া রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ অগ্রাধিকার প্রকল্প হিসেবে কাজ চলছে। এই প্রকল্প একাধিকবার পরিদর্শন করেছি। অনেক দূর এগিয়েও গেছে নির্মাণ কাজ। এই রেললাইনের কারণে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকার মধ্যে নতুনত্ব তৈরি হবে। তাছাড়া পাহাড়তলী রেলওয়ে কারখানায় দিন দিন কাজের পরিধি বাড়ছে। যাত্রীসেবার মান রক্ষায়ও রেল প্রশাসন দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টায় সড়কপথে দোহাজারী কক্সবাজার প্রকল্প পরিদর্শন করবেন এবং দায়িত্বশীলদের সাথে প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করবেন, পরের দিন রবিবার সকাল সাড়ে ৮টায় রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপের কার্যক্রমের পরিদর্শন, সকাল ১০টায় রেলওয়ে ট্রেনিং একাডেমিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশক্ষিণ কর্মসূচির উদ্বোধন, পূর্বাঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে দিক-নির্দেশনামূলক আলোচনা এবং রাউজানে স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আমন্ত্রণে বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম পরিদর্শনসহ নানা কর্মসূচি রয়েছে। তাছাড়া রেলওয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতিসহ নানাবিধ বিষয়েও আলোচনা হবে।
পূর্বাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এডিশনাল জিএম) সরদার শাহাদাত আলী বলেন, মন্ত্রণালয়ের সচিব কক্সবাজারসহ চট্টগ্রামের রেলওয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং স্থাপনাগুলোর কর্মকাণ্ড পরিদর্শন করবেন। তাছাড়া রেলওয়ে আরো গতিশীল, সেবা এবং কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতার মাধ্যমে রেলকে এগিয়ে নিয়ে যেতে রেলওয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে। তাছাড়া অনিয়ম এবং দায়িত্বশীলতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে রেলপথ মন্ত্রী, সচিব এবং মহাপরিচালকের (ডিজি) কঠোর নির্দেশনাও রয়েছে। একই কথা বললেন পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) ফকির মো. মহিউদ্দিনও।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা-কর্মচারী বলেন, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব আসছেন জেনেই রেলের চলমান গতির চেয়ে কার্জকর্মে আরো অগ্রগতি বেড়ে গেছে। রেলের অনিয়ম, দুর্নীতি এবং নানাবিধ আলোচনা-সমালোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয়েও পূর্বাঞ্চলের দায়িত্বশীলদের সাথে বৈঠক করবেন।
বিডি-প্রতিদিন/শফিক/সাইদুল ইসলাম