করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা এবং সার্বিক বিষয় তদারকি করতে মাঠে আছেন সেনাবাহিনীর সদস্য এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। গত প্রায় এক সপ্তাহ ধরে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টিম নগরের প্রতিটি থানা ও ওয়ার্ড তদারকি করছেন। নিশ্চিত করছেন হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দুরত্ব এবং একই সঙ্গে নজর রাখছেন দ্রব্যমূল্যের বাজার।
জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকা এবং চট্টগ্রামের ১৪ উপজেলায় মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ, ষোলশহর, পাচঁলাইশ ও বহদ্দারহাট এলাকার প্রধান প্রধান সড়ক, শাখা সড়ক ও আবাসিক এলাকার রাস্তাগুলোতে করোনাভাইরাস মোকাবেলায় জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতামূলক কাজ করে সেনাবাহিনী।
চট্টগ্রামের ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মেজর তৌহিদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রামের সদস্যরা চসিক এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নগরীর বিভিন্ন এলাকাগুলোয় করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতামুলক কাজ করছেন। এতে জীবানুনাশক ছিটানোর কার্যক্রম, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতসহ নানা কাজ পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতায় প্রতিদিন চারটি পৃথক টিম নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ