২ এপ্রিল, ২০২০ ১৭:২০

চট্টগ্রামে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও প্রশাসন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম:

চট্টগ্রামে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও প্রশাসন

চট্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়, সড়ক-উপসড়ক ও অলি-গলিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে সেনাবাহিনী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন। অবাধ চলাফেরা, জনসমাগম ঠেকানো সামাজিক দূরত্ব বজায় রাখা, হোম কোয়ারেন্টাইনের বিষয়ে কঠোর নজরদারি এবং সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে এমন কঠোর অবস্থান বলে জানা যায়। সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে চট্টগ্রামের মাঠে আছেন ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা। প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলছে মহড়া। ইতোমধ্যে সেনাবাহিনী মাঠে থাকলেও তারা কার্যত সচেতনতা তৈরির কাজ করেছে। কিন্তু আজ থেকে পুরোপুরি অ্যাকশনে যায়। ‘কাউকে কোনো ছাড় নয়’ নীতিতে মাঠে আঠে সেনাবাহিনী। তবে যৌথ টহলের প্রভাব পড়ছে। গত মঙ্গল ও বুধবারের তুলনায় বৃহস্পতিবার বাইরে মানুষ কম ছিল। সড়ক-মোড়সহ বিভিন্ন জংশনে যানবাহন ও মানুষের সংখ্যা কম ছিল। তবে ব্যাংক সংশ্লিষ্ট স্থানে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গ্রাহকের ভিড় দেখা যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমিন বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের মূল লক্ষ্য হলো হোম কোয়ারেন্টন্টাইন নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অহেতুক ঘুরাফেরা নিয়ন্ত্রণ করা। তবে ব্যাংক টাইমে কিছু মানুষকে ব্যাংকের সামনে জড়ো থাকতে দেখা দিলে আমরা তাদেরকে তিন ফুট দূরত্ব বজায় রেখে কাজ করতে বলেছি।’ 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর