কথা কাটাকাটির জের ধরেই চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় মো. কামরুল (৪৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। নিহত কামরুল সালেহ আহমদের ছেলে। তিনি পেশায় টিভি ও ইলেক্ট্রনিক্স মেকানিক।
রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনা মো. জিসান ও জোহরা বেগমকে আটক করেছেন পুলিশ সদস্যরা। জিসান ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং জোহরা বেগম মোহাম্মদ ইসহাকের স্ত্রী। তারা চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, পানির কল মেরামতের বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে কামরুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিযুক্তরা। পরে ঘটনাস্থলে মারা যায় কামরুল। কামরুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত জিসান ও জোহরা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সাইদুল ইসলাম