২২ মে, ২০২০ ১৬:২৪

চমেক ল্যাবে এসি প্রদান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চমেক ল্যাবে এসি প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ল্যাবে দুই টনের একটি এয়ার কন্ডিশন (এসি) প্রদান করেছেন। শুক্রবার দুপুরে এটি চমেক মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে হস্তান্তর করা হয়। চমেক  হাসপাতালের করোনা ডেডিকেশন টিমের আহবায়ক ডা. এহসানুল হক কাজল ও চমেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. আবুল কালাম এটি গ্রহণ করেন। এসি প্রদানে সমন্বয় করেন চমেক হাসপাতালের অজ্ঞাত রোগীর সেবক প্রকৌশলী সাইফুল ইসলাম নেসার। এ সময় উপস্থিত ছিলেন চমেক পিসিআর ল্যাবে কর্মরত ডা. শুভ দাশ।   

অজ্ঞাত রোগীর সেবক প্রকৌশলী সাইফুল ইসলাম নেসার বলেন, ‘চমেক ল্যাবে কর্মরত ডা. শুভ দাশের মাধ্যমে জানতে পারি নমুনা সংগ্রহ রুমের জন্য দুই টনের এসি খুবই প্রয়োজন। উপযুক্ত তাপমাত্রা না থাকার কারণে স্যাম্পলগুলোর মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি পরিচিত এক বড় ভাইকে বিষয়টি অবহিত করলে তিনি সঙ্গে সঙ্গে একটি দুইটনের এসি প্রদানে সম্মতি হন। নাম প্রকাশে অনিচ্ছুক সম্মানিত দাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’       

ল্যাবে কর্মরত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোজি বিশেষজ্ঞ ডা. শুভ দাশ বলেন, ‘আমাদের ল্যাবটি ২০০ বর্গফুটের। ল্যাবে একটনের একটি এসি আছে। কিন্তু ল্যাবের রুমকে ২০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে ও নমুনা ঠিক রাখতে আরেকটি এসির দরকার। বর্তমানে ল্যাবে ১১ জন মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন।’       


বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর