১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:৪২

হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন আল্লামা শফি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন আল্লামা শফি

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের শীর্ষ কওমী আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি। বৃহস্পতিবার রাতে আল্লামা আহমদ শফির সাথে বৈঠকের পর এ ঘোষণা দেন হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য মাওলানা নোমান ফয়েজী।

জানা যায়, পাঁচ দফা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে রাতে বৈঠকে বসেন সিনিয়র কওমী আলেমরা। যার মধ্যে ছিলেন হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য মাওলানা নোমান ফয়জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, প্রবীন কওমী আলেম মহিবুল্লাহ বাবুনগরীসহ হাটহাজারী মাদ্রাসার কয়েকজন শিক্ষক। আল্লামা আহমদ শফির সাথে বৈঠকের পর আন্দোলকারী শিক্ষার্থীদের কাছে তিন সিদ্ধান্ত জানান নোমান ফয়জী। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে আল্লামা আহমেদ শফি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সদরে মুহতামিম (উপদেষ্টা) হিসেবে দায়িত্বভার গ্রহন, নুরুল ইসলাম কক্সবাজারিকে মাদ্রাসার সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি এবং আনাস মাদানীকে বহিস্কারের সিদ্ধান্ত বহাল রাখা। 

যদিও আল্লামা আহমদ শফি অনুসারিদের দাবি- দুই জন শুরা সদস্য বসে মাদ্রাসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি মজলিশে শুরা মতামতের ভিত্তিতে মাদ্রাসার যাবতীয় সিদ্ধান্ত নেয়া হবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর