চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন।
এসময় ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। শুক্রবার রাতে জেলার লোহাগোড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর