চট্টগ্রাম জেলার পটিয়া ও লোহাগাড়ায় পৃথক দুটি ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার আত্মহত্যা অন্যজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার এ দুটি ঘটনা ঘটে বলে জানা গেছে।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী সীমানার মধ্যবর্তী ছন্দারিয়া খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খালের দক্ষিণপাড়ে একটি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে। এখনও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
অন্যদিকে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে খুরশিদা বেগম (৪৮) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খুরশিদা বেগম আধুনগর আখতারিয়া পাড়ার আবদুস শুক্কুরের স্ত্রী ও ৬ সন্তানের জননী।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার ভোরেই উপজেলার নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার