চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুরের সরকার হাট এলাকার ঘোষ বেকারির মিষ্টিতে তেলাপোকা, পোড়া তেল ব্যবহারসহ নানা অনিয়মে বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বেকারিতে থাকা পোড়া তেল ও তেলাপোকা পাওয়া মিষ্টিগুলো নষ্ট করে ফেলা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেকারিতে অনিয়মের খবরে অভিযান পরিচালনা করি। কিন্তু সেখানে দেখি নানা অনিয়মে ভরপুর।
দোকানের পিছনে ডাস্টবিনে পোড়া তেল দেখে জিজ্ঞেস করলে বলেন, আগুন জ্বালানোর জন্য রেখেছেন। আবার মিষ্টির পাত্রে দেখা যায় তেলাপোকা ভাসছে। এসব অনিয়মে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে দেয়া হয়। তাছাড়া দোকানদারকে বলি, আপনার দোকান থেকে ভোক্তা তার নিজের টাকায় পণ্য কিনেন। সুতারাং ভোক্তার প্রতি যত্নশীল হোন। ভোক্তাকে ঠকানোর চেষ্টা করবেন না।’
বিডি প্রতিদিন/আরাফাত