চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে মোশারফ হোসেন নামে এক দালালকে ধরে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এই দালালকে ধরা হয়েছে। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুরিতে।
জানা যায়, গাইনি ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করছিল ওই ব্যক্তি। মঙ্গলবার তাকে গাইনি ওয়ার্ড থেকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে রোগীদের কাছ থেকে ওষুধের স্লিপ নিয়ে চড়া দামে ওষুধ কিনে দিত বলে অভিযোগ ওঠে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ভুঁইয়া বলেন, ‘গাইনি ওয়ার্ড থেকে এক দালালকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেন। হাসপাতাল দালাল নির্মূলের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এখন থেকে প্রতিদিনই এই অভিযান অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার