চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে ইসলামি ছাত্র শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটক তিন শিবির নেতা হলেন মো. শহীদুল্লাহ (২১), তানভীর ইসলাম (২৪) ও আবদুল্লাহ আল মাহফুজ (২২)। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে থেকে দু’জনকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্ততে আরকেজনকে বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি হাত বোমা, ১২টি লোহার রড, ৫টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ