চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন চাক্তাই ড্রামপট্টি এলাকায় নাসিরের মালিকানাধীন পাকা ভবনের চটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক।
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী।
তিনি বলেন, চটের গুদামে আগুন লাগার খবর পেয়ে লামারবাজার ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৫টি অগ্নি-নির্বাপণকারী গাড়ি পাঠানো হয়। সকাল সোয়া ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর