চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সংঘাত, কেন্দ্র এবং ইভিএম ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে চসিক নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিসহ ৭৪ জনকে আসামি করা হয়েছে।
বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
চসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বুলবুল আহমেদ বলেন, ‘ইভিএম ভাঙচুরের ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যাতে ২৪ জনের নাম উল্লেখসহ ৭৪ জনকে আসামি করা হয়েছে।’
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, নির্বাচন চলাকালীন সংঘর্ষ, কেন্দ্রে ভাঙচুর এবং ইভিএম ভাঙচুরের ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে ২৪ জনের নাম উল্লেখসহ ৭৪ জনকে আসামি করা হয়। ওই মামলার গ্রেফতার দেখানো হয়েছে ইসমাইল বালিকে।
প্রসঙ্গত, বুধবার নির্বাচন চলাকালে ৩৪ নং ওয়ার্ডের পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইভিএম মেশিন ভাঙচুর করা হয়। এসময় গ্রেফতার করা হয় বিএনপির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে।
বিডি প্রতিদিন/আবু জাফর