চট্টগ্রাম অভিযান চালিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চল। এ সময় তাদের কাছে থেকে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
আজ শনিবার নগরীর বাকলিয়া এবং কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
মাদক নিয়ন্ত্রণ চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, শনিবার নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে একটি তিনি বাসে তল্লাশি করে ১৭ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে আবদুল জব্বার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানা এলাকায় অপর একটি অভিযানে ১ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর