চট্টগ্রাম অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলও জব্দ করে। শনিবার রাতে লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। শনিবার রাতে অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আবু জাফর বাচ্চু এবং রেজাউল করিম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। অপর একটি অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম এবং হেলাল উদ্দিন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার