৫ ডিসেম্বর, ২০২১ ১৯:৫৬
বার্ষিক সাধারণ সভায় ডা. শেখ শফিউল আজম

'করোনাকালে রেড ক্রিসেন্টের ভূমিকা স্মরণীয়'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'করোনাকালে রেড ক্রিসেন্টের ভূমিকা স্মরণীয়'

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেছেন, করোনাকালে মানবসেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা স্মরণীয় করে রাখার মত। বৈশ্বিক মহামারি করোনার প্রার্দুভাবকালে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের কর্মকান্ড সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে। তাছাড়া করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে রেড ক্রিসেন্ট অসহায়, দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এখনও কাজ অব্যাহত রেখেছে এবং আগামীতেও থাকবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রবিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় ইউনিট কার্যক্রমের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন ইউনিটের সেক্রেটারি আসলাম খান। জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পরিষদ সদস্য রাশেদ খান মেননের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলয় নুর মোস্তফা টিনু। উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ দোলন মজুমদার, সাবেদুর রহমান সমু, ডা. আইরিন সুলতানা, মো. আব্দুল মোনাফ, মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল। উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমু, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান। সংগঠনের বার্ষিক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন আজীবন সদস্যদের পক্ষে সাবেক নির্বাচন কমিশনার এডভোকেট হাসান আলী, শেখ সরোয়ার্দী, শাহজাহান সূফী, সাইফুল ইসলাম, শফিউল আলম, শেখ মাকসুদুর রহমান, ডা. মাহববুল আলম প্রমুখ।

 বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর