শিরোনাম
১৭ জানুয়ারি, ২০২২ ২০:১৪

গৃহবধূর ছবি ফেসবুকে দিয়ে যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

গৃহবধূর ছবি ফেসবুকে দিয়ে যুবক কারাগারে

প্রতীকী ছবি

গৃহবধূর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম রবিউল আউয়াল। রবিবার রাতে বাঁশখালী থানার সাধনপুর এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রবিউল ওই এলাকার দিদারুল আলমের ছেলে।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, গত ৭ জানুয়ারি এক গৃহবধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য লেখে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় রবিউল। এ ঘটনায় ৯ জানুয়ারি পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরী করে। বিষয়টা নজরে আসার পর তদন্তে নামে র‌্যাব। পরে সাধনপুর থেকে রবিউলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল বলেন, রবিউলের সাথে ওই গৃহবধূর পূর্ব পরিচয় ছিল। তার সরলতার সুযোগে কিছু ছবি তোলে। মূলত স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য তার ব্যবহৃত আইডি থেকে গৃহবধূর নামে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করা হয়।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর