চট্টগ্রাম জেলার পটিয়ায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজু চৌধুরী (৪০) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত রাজু চৌধুরী হাটহাজারী থানার হাইদগাঁও গ্রামের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- সালমা (১৮), সানজানা (১৮) ও আবু আহম্মদ (৬০)।
শনিবার শ্রীমাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাহাব উদ্দীন।
তিনি বলেন, পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে আর কেউ মৃত্যু হয়েছেন কিনা এখনও জানা নেই।
বিডি প্রতিদিন/এএম