চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র উপকূল থেকে এমরান হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ- পুলিশ। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলি এলাকার সমুদ্র উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত এমরান হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার আবদুল হকের ছেলে।
কুমিরা নৌ পুলিশের উপ-পরিদর্শক চান মিয়া বলেন, পাঁচ দিন আগে নগরীর বন্দর এলাকার একটি ট্যাঙ্কার বোটের উঠার সময় পা পিছলে সাগরে পড়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার দুপুরে উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী এসে মরদেহ শনাক্ত করেন।
বিডি প্রতিদিন/এএম