আইপিএল’র দলকে সমর্থন নিয়ে বিতর্কের জের ধরে খুন হয়েছেন মোহাম্মদ ফারুক নামে এক চা দোকানদার। মঙ্গলবার রাতে জেলার হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে আইপিএল’র রাজস্থান ও বেঙ্গালুরের ম্যাচ চলাকালীন দল সমর্থন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ফারুক এবং ফয়সাল। এ সময় দুই জনের মধ্যে হাতাহাতি হয়। পরে ফয়সাল তার দলবল নিয়ে ফের ফারুকের ওপর হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মঈনুদ্দীন চিশতী এবং আসিফ নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
ফারুকের মা সুরমা বেগম বলেন, রাতে দোকান থেকে বাসায় ফিরে আসেন ফারুক। এ সময় ফয়সাল ও আরও কয়েকজন তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে ফারুক ঘরের দরজা বন্ধ করে দিলেও, তারা দরজা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাকে রক্ষা করতে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর