চট্টগ্রামে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনের পাঁচজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন। আনোয়ারার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং ভোট কেন্দ্র দখলে নেওয়ার হুমকির প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীরা এ সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবদুল মালেক মানিক, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সুজন, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান জিয়াউল ইসলাম, টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজিম উদ্দীন।
চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবদুল মালেক মানিক অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন জনপ্রতিনিধি উপনির্বাচনে প্রচারণায় অংশ নিচ্ছে। এ নিয়ে লিখিত অভিযোগ করেও রিটার্নিং অফিসার কোনো ধরণের ব্যবস্থা নেননি।
বিডি প্রতিদিন/এএ