নগরের আন্দরকিল্লা সিরাজউদ্দৌলা সড়কের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে নমিতা চৌধুরী (৭১) নামে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।
নমিতা চৌধুরী স্থানীয় প্রবীর চৌধুরীর স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন ছেলে অনিকেত চৌধুরী। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, সকালে নাস্তা করে ১০ তলা আইরিশ বিল্ডিংয়ের ছাদে গেলে তিনি নিচে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধার ছেলের দাবি, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই