চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার জলুয়ার দিঘী এলাকায় যাত্রীবাহী একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।
আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জলুয়ার দিঘীর মধ্যে খানে বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, আরেকটি খাদে পড়ে আছে।
বিডি প্রতিদিন/আবু জাফর