চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে নগরীতে জবাইকৃত কোরবানি পশুর বর্জ্য কোরবানি পরবর্তী সাত ঘণ্টার মধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে।
গতকাল সোমবার কোরবানির দ্বিতীয় দিনেও নগরীর বিভিন্ন স্থানে কোরবানি করা হয়। সে সমস্ত বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বিকালে নগরীর মোহরা থেকে গোসাইলডাঙ্গা পর্যন্ত ওয়ার্ডের অলিগলি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের সাথে কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে জানতে চান এবং কোথাও কোনো ধরণের বর্জ্য দেখা গেলে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে জানানো জন্য অনুরোধ জানান।
পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মোবারক আলী, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ও পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর