চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ নামে এক যুবক খুন হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর চকবাজার থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দুই জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মো. শফি এবং তার ছেলে সাকিব হোসেন। নিহত সোহাগ ইন্টারনেট সংযোগ ক্যাবল অপারেটর ছিলেন।
সিএমপি’র চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, তুচ্ছ বিষয় নিয়ে সোহাগ এবং শফির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সোহাগ শফিকে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে শফি এবং তার ছেলে সাকিব সোহাগকে ছুরিকাঘাত এবং মারধর করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর