চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মোটরসাইকেল চালককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার পরিচয় পাওয়া যায়নি। মৃত অপর নারীর নাম আনিকা। তিনি আহত মোটরসাইকেল চালক আব্দুল মোমেন রোহিতের স্ত্রী (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী ঘটনাস্থলেই মারা যান। পরে স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেও একজনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এমআই