চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ১৫৫ পিস ইয়াবাসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারদের মধ্যে দুজন রোহিঙ্গা ও দুজন নারী রয়েছেন।
গ্রেফতাররা হলেন- যশোরের কোতোয়ালী থানার পেজপাড়া গ্রামের হীরা মোল্লার স্ত্রী বৃষ্টি বেগম (২১), শেখ হাটি গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী সোনিয়া বেগম (২৮), কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের দক্ষিণ গোদার বিল গ্রামের নুর বশরের ছেলে ফজল করিম (২৫), কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের মৃত আলী জোহার ছেলে এনায়েত উল্লাহ (৩০), কক্সবাজার সদর থানার ঝিলংজা পশ্চিম লাহার পাড়া গ্রামের নাজির আহম্মদের ছেলে মো. সেলিম উল্লাহ (২১) ও উখিয়া থানার বালুখালী শরণার্থী ক্যাম্পের মৃত সাইফুল ইসলামের ছেলে মো. আবদুল খালেক নুর (২৫)।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক সোমেন মন্ডল। তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ