৩ অক্টোবর, ২০২২ ১০:৪৪

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৬২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৬২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০২টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৬২ শতাংশ।

সোমবার (৩ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১২ জন মহানগর এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৫ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ৫১ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৬৪ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর