১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৯

চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

ওরা তিন জন। পেশায় চোর। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে সরকারি অফিস চুরি করাই তাদের নেশা। অবশেষ ভয়ঙ্কর এ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হুমায়ন কবির ওরফে কবির হোসেন, আকতারুজ্জামান রাজু এবং দেলোয়ার হোসেন। অভিযানে তাদের কাছ থেকে একটি এলজি, দু রাউন্ড কার্তুজ, মোবাইল ফোন, মোটর সাইকেলসহ চুরি হওয়া বিভিন্ন মালামাল জব্দ করা হয়। 

রবিবার দুপুরে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন- মীরসরাই থানাধীন ইউনিয়ন পরিষদ, ভুমি অফিস এবং কয়েকটি স্কুল চুরির ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বড়তাকিয়া এলাকায় অভিযান চালিয়ে হুমায়ন কবিরকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয়। অভিযানে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান- চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে ফিরে চুরি করে এ চক্রের সদস্যরা। তাদের মুল টার্গেট হচ্ছে ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ। সম্প্রতি সময়ে তারা বেশ কয়েকটি অফিস চুরি করে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর