চট্টগ্রাম নগরীর হালিশহর থানার আর্টিলারি সড়কে দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন জিসানুল হক সামি (১৮) নামে তরুণ। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামি নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
হালিশহর থানার ওসি জহির উদ্দিন বলেন, অটোরিকশা চালককে গ্রেপ্তারে আমরা চেষ্টা চালাচ্ছি। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অটোচালকরা মহাসড়ক বাদ দিয়ে অলি-গলিতে চালাচ্ছে। বিভিন্ন কারণে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েও পারছি না।
বিডি প্রতিদিন/এএম