চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) গৃহকর নিয়ে ৫ নং সার্কেলে অধীন গণশুনানিতে অংশগ্রহণের জন্য ৩৪৯টি নোটিশ প্রদান করে। এরমধ্যে বৃহস্পতিবার নগরের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত শুনানিতে ৩১৭টি আপিল নিষ্পত্তি করা হয়। আপিলে উপস্থিত ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি নিজে করদাতার সমস্যা শুনে আপিল নিস্পত্তি করেন।
শুনানিকালে মেয়র করদাতার কাছে জানতে চান, আপনি কত কর দিতে চান। এসময় কেউ পাঁচশ টাকা, কেউ এক হাজার টাকা বৃদ্ধির কথা বলেন। আবার কেউ আগের পরিমাণেই কর দিতে চান। এরপর মেয়র করদাতা যা কর দিতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা এবং করদাতার দলিলাদি দেখে স্বল্প কর নির্ধারণ করে দেন। কাউকে আবার আগের পরিমাণ গৃহকরই নির্ধারণ করে দেন মেয়র। এতে সন্তুষ্ট হন তারা।
এসময় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমি চট্টগ্রামের ছেলে। যে চট্টগ্রামের মানুষরা আমাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছে তারাই গৃহকর নিয়ে ভোগান্তিতে পড়বে, এটা আমি হতে দেব না। গৃহকর নিয়ে যে কোন অভিযোগ সমাধানে আমি এই রিভিউ বোর্ড বসিয়েছি। কারো যদি গৃহকর বেশি হয়ে থাকে, তবে আপনারা রিভিউ বোর্ডে আসুন, আমাকে জানান, আমি কমিয়ে দেব।
এসময় রিভিউ বোর্ডে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম, মোহাম্মদ সলিম উল্যাহ, মোহাম্মদ জাবেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।
বিডি প্রতিদিন/এএম