গোসলের পানি বেশি ব্যবহার করতে বাধা দেয়ায় খুন করা হয় সালাউদ্দিন শেখকে। এ ঘটনার অন্যতম অভিযুক্ত আবদুর রহমানকে গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পিবিআই। এ ঘটনার অন্যতম অভিযুক্ত রহমানকে শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই’র একটি দল।
পিবিআই পরিদর্শক মনোজ কুমার দে বলেন, ভিকটিম সালাউদ্দিন এবং অভিযুক্ত রহমান ও স্বপন খুলশী থানাধীন টাইগারপাস এলাকার একটি বাসায় ভাড়ায় থাকতেন। নিহত সালাউদ্দিন একজন ঠিকাদার ছিলেন। অভিযুক্ত দুইজনই তার অধীনে কাজ করতেন। অভিযুক্ত দুইজনেই ধারণা- সালাউদ্দিন তাদের মজুরি কম দিতেন। তাই তার ওপর ক্ষোভ ছিল। ঘটনার আগে গোসলের পানি বেশি ব্যবহার করায় দুই জনকে গালি দেয় সালাউদ্দিন। গালি দেয়ার পর তাকে খুনের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মত গত ২৪ ফেব্রুয়ারী রাতে সালাউদ্দিনকে খুন করেন দুইজন। পরে তারা পালিয়ে যান। শুক্রবার রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। স্বপনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি বলেন, গ্রেফতার হওয়া রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তীতে রিমান্ড শুনানি হবে।
বিডি প্রতিদিন/এএম