কক্সবাজারের চকরিয়া থেকে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ যাত্রীবাহী বাস করে চট্টগ্রাম যাওয়ার পথে বাসে কন্যা সন্তান প্রসব করেছেন। সোমবার সকালে পটিয়া হাসপাতাল থেকে সন্তান নিয়ে বাড়ি ফিরে গেছেন এ দম্পতি।
কন্যা সন্তান প্রসব করা গৃহবধূ ইয়াছমিন আকতার কক্সবাজারের কুতুবদিয়ার আবদুস শুক্কুরের স্ত্রী। এ দম্পতির তিনটি কন্যা সন্তান রয়েছে। এটি তাদের চতুর্থ কন্যা সন্তান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া সারিন বলেন, ইয়াছমিন আকতারের প্রসববেদনা যখন শুরু হয়, তখন বাসটি পটিয়ার ইন্দ্রপুল বাইপাস এলাকায় ছিল। যাত্রীদের অনুরোধে চালক বাসটি উল্টো পথে ঘুরিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। স্বাভাবিক প্রসবের পর মা ও শিশুটিকে বাস থেকে নামিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের লেভার রুমে নিয়ে যাওয়া হয়।
গৃহবধূ ইয়াছমিন আকতার বলেন, হাসপাতালে খুব ভালো সেবা পেয়েছি। চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। হাসপাতালে এ বিষয়ে কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি।
স্বজনরা জানান, রবিবার সকালে খারাপ লাগা বাড়লে বেলা ১১টার দিকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে কক্সবাজার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। স্বামীসহ স্বজনরা তাকে চকরিয়া থেকে বাসে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে পটিয়া বাইপাস পৌঁছলে তাঁর প্রসবব্যথা শুরু হয়। বাসের যাত্রীদের সম্মতিতে পটিয়া হাসপাতাল মাঠে নিয়ে যাওয়ার পরপরই সন্তান প্রসব হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল