চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন বেলতলী ঘোনা এলাকায় উন্নয়ন প্রকল্পের নামে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করার সময় পাহাড় ধসে একজনের প্রাণহানি এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চসিক। চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে আহ্বায়ক এবং চসিকের শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরীকে সদস্য করা হয়েছে।
তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনও একটি তদন্ত কমিটি গঠন করেছিল।
তদন্ত কমিটির প্রধান চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, পাহাড় ধসে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে একটা চিঠি পেয়েছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে পারব।
জানা যায়, নগরের আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকায় উন্নয়ন প্রকল্পের নামে পাহাড় কাটায় চসিকের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম, রাস্তা নির্মাণ উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, চসিকের সিনিয়র উপ সহকারি প্রকৌশলী (সিভিল) ওয়ালী আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এবি-হক ব্রাদার্সের ওমর ফারুক ও মোসা. তাকিয়া বেগম, কাউন্সিলর জসিমের সহযোগী মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে আকবরশাহ থানায় মামলাটি দায়ের করেন।
কাউন্সিলর জহুরুল আলম জসিম আগেও একাধিকবার পাহাড় কাটার মামলার আসামি হয়েছেন। তিনি চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা স্ট্যাডিং কমিটির সভাপতি। মামলায় তার বিরুদ্ধে চার্জশিট হলেও গ্রেফতার হননি তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল