চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, নাসির উদ্দিন টিপু (২৯) ও সাজ্জাদ (২২)। মঙ্গলবার র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শনিবার রাতে তারা রাস্তার উপর অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশী করে একটি প্লাস্টিকের তৈরী খেলনা পিস্তল এবং ১টি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম