মারামারির নাটক সাজিয়ে ছিনতাই করে এমন চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- একরামুল আলম, সাহেদ হোসেন মনা, মো ইয়াছিন ওরফে সাব্বির এবং ইকবাল হোসেন ইবু। অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত ৭ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি’র কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, গত ৯ জুলাই ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দুই কর্মচারী। এসময় অভিনব কায়দায় তাদের কাছ থেকে ৯ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় লুণ্ঠিত ৭ লাখ ১০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা- এ চক্রের সদস্যরা বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের টার্গেট করে তথ্য সংগ্রহ করে। তারা কখন টাকা জমা দেয়, উত্তোলন করে এসবের গতিবিধি নজরদারী করে। টার্গেট করা ব্যক্তি টাকা জমা দেয়ার পথে কিংবা উত্তোলন করে ফেরার পথে কথিত মারামারি নাটক করে। মারামারি এক পর্যায়ে টার্গেট কিছু বুঝার আগেই টাকা নিয়ে চম্পট দেয়। এ ধরণের চক্রে ৮ থেকে ১০ জন সদস্য রয়েছে। তাদের প্রত্যেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
বিডি প্রতিদিন/এএম