চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম. নাছির উদ্দীন বলেছেন, জামায়াত-বিএনপি আন্দোলনের নামে মাঠে নেমেছে। এই আন্দোলন জনগণের জন্য নয়।
শুক্রবার নগরীর রহমান নগর নূর মসজিদ থেকে পবিত্র জুমার নামাজ আদায় শেষে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মহিউদ্দিন বাচ্চুকে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। তাকে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তাকে বিজয়ী করতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করব।
তিনি বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। গণতন্ত্র চর্চায় সকলকে আহ্বান জানাই। তবে এর নামে যদি সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা হয় তাদেরকে আমরা রাজপথে জনগণকে নিয়ে প্রতিহত করব। স্বাধীনতা বিরোধী অপশক্তির আস্ফালন। এই ক্ষেত্রে কাউকে কোনোদিন ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ খয়রাতি মিয়া চৌধুরী, কাউন্সিলর মোর্শেদুল আলম।
বিডিপ্রতিদিন/কবিরুল