চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম ইউসুফ সর্দার। গত বুধবার) (২ আগস্ট) নারায়ণগঞ্জ থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। এই খবর শুক্রবার গণমাধ্যমে জানানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ভুজপুর এলাকার শিশু ধর্ষণ মামলায় ইউসুফ সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ইউসুফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভুজপুর থানায় সোপর্দ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ জানুয়ারি ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিশু প্রতিবেশী মো. ইউসুফ সর্দারের বাড়িতে আমলকি কুড়াতে যায়। ইউসুফ সর্দার তাকে আমলকি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে তার মা বাদী হয়ে আসামি মো. ইউসুফ সর্দারের বিরুদ্ধে ভূজপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই ইউসুফ আত্মগোপনে চলে যান।
বিডিপ্রতিদিন/কবিরুল