চট্টগ্রাম নগরীর হালিশহর সবুজবাগ এলাকায় ১৮ বছর আগে রবিউল আলম হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত। একই আদালত দুই আসামিকে খালাস দিয়েছেন। সোমবার এ রায় দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো.আলমগীর হোসেন ও আবু তাহের। খালাসপ্রাপ্তরা হলেন, মোরশেদ আলম ও ইসমাইল হোসেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে রবিউল আলম হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার দু'জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দু'জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। আলমগীরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আবু তাহের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম