২৪ আগস্ট, ২০২৩ ১৭:৫৭

চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে নুর আয়েশা বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ নুর আয়েশা বেগম ওই এলাকার মো. জামশেদুল আলমের স্ত্রী। 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর