৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:০২

চট্টগ্রামের হালিশহর খালে মিললো শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহর খালে মিললো শিশুর লাশ

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় খালের পানিতে ভাসমান অবস্থায় মো. আবদুল (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিশহরের ছোটপোল এলাকার শফিক কলোনীর পাশে হালিশহর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। আবদুল ওই এলাকার মো. কামালের ছেলে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, লাশটি হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর