চট্টগ্রামে জহির উদ্দিন নামে এক বিচারকের উপর হামলার ঘটনায় আলী আকবর ইকবাল নামে এক আসামির ৫ বছরের কারাদণ্ড আপিলেও বহাল রেখেছেন আদালত। রায় দেওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে।
আজ চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে ২০২১ সালের ৮ মার্চ আলী আকবর রায় বাতিল চেয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন।
অভিযুক্ত আলী আকবর ইকবাল নগরীর বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হাজি ইকবালের ছেলে। আপিলে রায় বহালের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ।
বিডি প্রতিদিন/হিমেল