চট্টগ্রামের রাউজান পৌরসভার দায়ারঘাট এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধারের মামলায় এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড ও ২ জনকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত হলেন- রাঙামাটি জেলার কোতোয়ালী থানার রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আলম ডক আলী নেওয়াজের বাড়ির মো. আলী নেওয়াজের ছেলে মো. ইব্রাহিম নেওয়াজ (৩০)। খালাস পেয়েছেন মো. রোমান উদ্দীন ও মো. ইয়াছিন আরাফাত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের ৭ম অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক আ.স.ম. শহীদুল্লাহ কায়সারের এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ। তিনি বলেন, সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে অস্ত্র উদ্ধারের জন্য ১০ বছর এবং কার্তুজের জন্য ৭ বছরসহ মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। তবে দুইটি সাজা একসঙ্গে চলবে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৫ অক্টোবর রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দায়ারঘাটা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি রোডের মেসার্স এসএম স্টোরের সামনে থেকে দেশে তৈরি ওয়ান শ্যুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার হয়। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. কফিল উদ্দীন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২২ সালের ২৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ