ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় অজ্ঞাতনামা (৫৫) এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে মহাসড়কের সীতাকুণ্ড অংশের ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, রাতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক ওই নারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/শফিক