চট্টগ্রামে নানা আয়োজনে পালন হল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নানা আয়োজনে পালিত হয় দিনটি। ধর্মীয় সংগঠন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় বৃহত্তম জুলুস ও আলোচনা সভা।
জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রসুল পীর সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ্ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মাদ কাসেম শাহ। জুলুস নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা মাঠে জমায়েত হয়। জামেয়ার মাঠে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পীর সৈয়দ সাবির শাহ।
বিশেষ অতিথি ছিলেন শাহজাদা আল্লামা কাসেম শাহ, সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের জাতীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সূফী মিজানুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ডা. শাহাদত হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন।
মাওলানা হাফেজ আনিসুজ্জামান ও মাওলানা আবুল হাসেম আলকাদেরীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মইনুদ্দিন আশরাফী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম-মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক হাফেজ আবু ইয়াহিয়া মোহাম্মদ মুহসিন খান, অধ্যক্ষ আল্লামা হাফেজ কাজী মুহাম্মদ আবদুল আলীম রিজভী, সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অসিয়র রহমান, মুফতি আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ, শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, মুহাদ্দিস আল্লামা জসীম উদ্দিন আযহারী, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া আলীয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল