চট্টগ্রাম নগরীর বন্দর থানার রোহিঙ্গাপাড়া সুলতান কন্ট্রাক্টারের বাড়ি থেকে ১৪ মাদক মামলার আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, আয়েশা বেগম, রুবি আক্তার, মো. সজিব ও রবিউল হোসেন ঈশান ।
বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা বলেন, শুক্রবার রাত সোয়া দশটার দিকে অভিযান চালিয়ে ১৪টি মাদক মামলার আসামি আয়েশা বেগম ও তার ৩ সহযোগিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আড়াইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চার জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম