আওয়ামী লীগ দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার নগরীর কাজির দেউরী দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনকে আরো বেগবান করার লক্ষে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দীনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক। বক্তব্য রাখেন নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, লুৎফুর রহমান কাজল, মিসেস মা ম্যা চিং, এএম নাজিম উদ্দীন, আবুল হাশেম বক্কর, ভিপি হারুন অর রশিদ, আবু সুফিয়ান, ওয়াদুদ ভূঁইয়া, শাহাজাহান চৌধুরী, গোলাম হায়দার বিএসসি, কর্নেল মনিষ দেওয়ান, মীর হেলাল উদ্দিন, হুম্মাম কাদের চৌধুরী, মশিউর রহমান বিপ্লব, মামুনুর রশিদ মামুন, সাথী উদয় কুসুম বড়ুয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম